
সেলিম উদ্দীন, কক্সবাজার।
কক্সবাজার সদরের ঈদগাঁহ- ইসলামাবাদে এক বসতবাড়ী ভাংচুর করেছে বন্য হাতির পাল।
বৃহস্পতিবার ৩ নভেম্বর সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রাজঘাট বিটের ভিলেজার মৃত মমতাজ হাজীর বাড়ীতে এঘটনা ঘটে।
জানা যায়, বর্ণিত ইউনিয়নের রাজঘাট এলাকায় বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কৃষকদের ক্ষেত-খামার, গাছপালা, বাড়ির দেয়াল ভাঙচুর করে।
এ সময় হাতির আক্রমণে আহত হয় বসতবাড়ির নারী পুরুষ।
স্থানীয় এক বাসিন্দা জানান, গ্রামটি পাহাড়ের পাশে হওয়ায় বিভিন্ন সময় বন্য হাতি এসে তাণ্ডব চালায়।
এ সময় বাড়ির দেয়াল, গাছপালা ভাঙচুর করে।
এ ঘটনার পর আমরা ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে আছি।
গত ০৯ এপ্রিল ইসলামাবাদ ইউনিয়ন গজালিয়া সাত ঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম(৪৫) নামে এক বৃদ্ধ নিহত হয়।
এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তাদের হস্থক্ষেপ কামনা করে এলাকাবাসীর নিরাপত্তার বিষয় বিবেচনা করার অনুরোধ করেন।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বন্য হাতির দল একের পর এক ঘরবাড়ি ভাঙচুর করে চলেছে।
হাতির আক্রমণের বিষয়ে বন বিভাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানাকে জানানো হয়েছে।
বৃহষ্পতিবার দিবাগত রাতে হাতির একটি দল গহীন পাহাড় থেকে নেমে আশপাশ এলাকা ভাংচুর চালায়।
হাতির দলটি ফসলের ক্ষেত ও বাগানও ক্ষতি করেছে।
এ ঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি চরম আতঙ্কে রয়েছে।