মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ |
২:২৪ অপরাহ্ণ | 146Views
কুতুবদিয়া উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার ইউনিয়নের আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটা। সংগঠনের সভাপতি সাজ্জাদ উল ইসলাম সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস আই এম শাখাওয়াত হোছাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে এ সময় উপস্থিত ছিলেন উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ৭ নং ছাত্রলীগের সভাপতি আরকান ও সাধারণ সম্পাদক তাহিম, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক রাসেল, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক রায়হান, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীন, ছাত্রলীগ নেতা জিসাদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা।