
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনীর খান বাড়িতে অভিযান চালিয়ে ২৭০টি পাসপোর্ট জব্দসহ দুই যুবককে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।
সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন তারেক কবির (৩৮) ও নূর ইসলামক (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বলে জানা যায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম এ অভিযান চালায়। খান বাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে ২৭০টি পাসপোর্ট জব্দ করে। এসব পাসপোর্ট কিভাবে তাদের হাতে আসলো, কারা এর পেছনে জড়িত- এসব বিষয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’