
কর্ণফুলী প্রতিনিধি ঃ
চট্টগ্রাম সিএমপি কর্ণফুলী থানাধীন বিট ৯২ নম্বর পুলিশের উদ্যাগে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বড়উঠান ইউনিয়ন দৌলতপুর গ্রামের নাছির কনভেনশন সেন্টারে এসব ছিন্নমূল শীতার্তদের (নারী-পুরুষ ও শিশু) মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।
এসময় জামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নাছির উদ্দিন, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, কর্ণফুলী আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ তালুকদার, কর্ণফুলী যুবলীগের নির্বাহী সদস্য খাইরুদ্দীন, এএসআই জাহিদ, এএসআই এরশাদ হোসেন ও যুবলীগ নেতা সোহেল খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাঁড়ি ইনচার্জ নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর স্যারের নির্দেশে সাধারণ মানুষ ও শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি।