
সেলিম উদ্দীন, ঈদগাঁহ।
দ্রুতগামী ডাম্পার গাড়ির ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
তাদেরকে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
৩০ ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪ টার সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা-বগাছড়ি সড়কে ঘটে এ দুর্ঘটনা।
আহতরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবদল নেতা শীষ মোহাম্মদ রাশেল(২৮) ও ইন্জিনিয়ার রিফাত উল্লাহ খাঁন(২৯)।
এদিন বিকেলে মোটর সাইকেল যোগে তারা তিনজন বগাছড়ি বোনের বাসায় যাচ্ছিলেন। তবে দুর্ঘটনায় চালক মোজাম্মেল অক্ষত রয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার।