
মহেশখালী উপজেলার পৌর সভা এলাকায় পিতা-মাতার সাথে অভিমান করে গলায় উড়না পেচিয়ে রিফা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ওই এলাকার জালাল উদ্দিনের মেয়ে।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সিকদার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, এক কিশোরী আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।