
সাতকানিয়ায় রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম জিসান (১৫) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুল বারি সওদাগরের বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিসান দোহাজারী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও চন্দনাইশের দোহাজারী চাগাচর পুকুর ভাঙা এলাকার মৃত মনছুর আলীর ছেলে। জিসানের পরিবার দীর্ঘদিন ধরে উত্তর কালিয়াইশের আবদুল বারী সওদাগরের বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবু জানান, রাত ১১টার দিকে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায় জিসান।ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তাঁরে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।