
এরশাদ হোসাইন : লোহাগাড়া উপজেলার চুনতি আদর্শ গ্রামে (আশ্রয়ন প্রকল্প) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র নির্দেশে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল হাকিমের অর্থায়নে এ ক্রোকারিজ সামগ্রী বিতরণ করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কাছে ক্রোকারিজ সামগ্রী পৌঁছে দেন চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য জমির উদ্দিন বাবর, এসময় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে চুনতি আশ্রয়ন প্রকল্প ১নং ব্লকে ১০ পরিবারের বসত ঘরে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে মানবেতর দিনাতিপাত করছেনন ১০ পরিবার।