
প্রেস বিজ্ঞপ্তিঃ
চকরিয়া পৌরশহরের সুনামধন্য প্রতিষ্ঠান আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস চেম্বার প্রতিষ্ঠানটি নিলামে বিক্রয়ের নিমিত্তে আগ্রহীগণের নিকট হতে দরপত্র আহ্বান করা যাচ্ছে। দৃষ্টি নন্দন মনোরম ইন্টোরিয়র ডিজাইনকৃত ২৫০০ স্কয়ার ফিট সর্ম্পূন শীততাপ নিয়ন্ত্রিত ১০ শষ্যা বিশিষ্ট চক্ষু হাসপাতাল চক্ষু চিকিৎসার যাবতীয় যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার, অত্যাধুনিক রিসিপশন দুইটি, ডক্টরস চেম্বার, একটি অপারেশন থিয়েটার একটি, ড্রেসিং রুম, দুইটি কেবিন, দুইটি ওর্য়াড, দু’টি অফিস ও স্বংসম্পূর্ণ ফার্মেসি একটি অটোক্লাব রুম, পাঁচটি ওয়াস রুম বিদ্যমান, সম্পূর্ণ হাসপাতালটি ক্লোজ সার্কিট ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত। আগ্রহী দরদাতাগণ সরেজমিনে ১৮-১০-২০২১ ইং হতে ২৮-১০-২০২১ ইং পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্র হাসপাতালে পরিদর্শন করতে পারবেন। উক্ত তারিখের মধ্যে অত্র হাসপাতালে অফিস থেকে দরপত্র সংগ্রহ করে ২৮-১০-২০২১ ইং তারিখের মধ্যে জমা দিতে হবে।
# দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে হতে সর্বোচ্ছ দর দাতাকে অত্র হাসপাতাল প্রদান করা হবে।
# নিলামের সর্বনিম্ম দরপত্র মূল্য ৬৫০০০০০/-
# হাসপাতালের মেয়াদকাল ১৩ বছর অবশিষ্ট্য আছে জমিদারের কাছে জামানত আছে ২৩৩২০০০/-
# বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
০১৯৩২৮৭২৫১০, ০১৭৪৭৫০৮৩৫০।