
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের চকরিয়ায় মৃত বাবার শ্মশানে ক্ষৌরকর্ম করতে যাওয়ার পথে পিকআপের চাপায় একই পরিবারের ৫ ভাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালের দিকে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ নিহত ৫ ছেলে হারা মা মৃণালিনী সুশীলকে আশ্বাস প্রদান করেন।
এসময় তপন কান্তি দাশ বলেন, কোনো কিছুর বিনিময়েই নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সড়ক দুর্ঘটনায় ৫ ছেলে হারা মা মৃণালিনী সুশীল শোকে পাগলপ্রায়। কোনো সান্ত্বনায় মায়ের আহাজারি থামাতে পারছি না। তার চিৎকার আর বুকফাঁটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। সান্ত্বনা দিতে গিয়ে নিজের অজান্তে চোখের কোণায় জল চলে আসছে। নিহত পরিবারকে মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি সমন্নয়য়ে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে থেকে সার্বিক সহযোগিতা প্রধান করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুধাংশু বিমল সুশীল, উপজলা যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক কৈলাশ দে, ডুলাহাজারা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় দে, মালুমঘাট সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি দিলিপ চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন সনাতনী সেবক সংঘের সভাপতি রুপন নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা লিটন সুশীল, পলাশ দাশসহ প্রমূখ।