
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান এর নির্দেশে অসহায় ও ছিন্নমূল শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে।
গত (১০ফেব্রুয়ারি) রাতে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব চকরিয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে হাসপাতালের অসহায় রোগী, তাদের স্বজন, রাস্তার ধারে শুয়ে থাকা ছিন্নমুল মানুষ, নাইট গার্ডসহ বিভিন্ন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন,মোহাম্মদ সুজন,হাবিব উল্লাহ,আজমিহি তাজিদ,মেহেদী হাসান রিমন,আরিফুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
এসময় আকিত হোসেন সজীব বলেন,সাধ্যমত চেষ্টা করেছি অসহায়,মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে।সকল ইতিবাচক কাজে চকরিয়া উপজেলা ছাত্রলীগ সবসময় জনসাধারণ এর কল্যাণে কাজ করছে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহবান জানান।