
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ জেলা ক্রিকেট লীগ এর চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ৭ উইকেটে পরাজিত করেছে লায়ন যুব সংসদ ক্লাবকে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদেরদের মুখোমুখি হয় লায়ন যুব সংসদ ক্লাব।
লায়ন যুব সংসদ টস জিতে অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করার সিদ্ধান্ত বিফলে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তারা ১৭০ রানেই টার্গেট দেন।
১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে। চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের অধিনায়ক নাদেমুল করিম সম্রাট দায়িত্বশীল ইনিংস খেলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।