
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ এর খেলায় চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ১৯ রানের ব্যবধানে জিয়া স্মৃতি সংসদের বিপক্ষে জয় লাভ করে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদেরদের মুখোমুখি জিয়া স্মৃতি সংসদ।
১ম বিভাগ ক্রিকেট লীগের খেলায় প্রথমার্ধে ব্যাট করতে নেমে চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ১৮৩ রানেই টার্গেট দেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করেন চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের অধিনায়ক নাদেমুল করিম সম্রাট। আতিকুল ইসলাম ৩৮ রান এবং ৪ উকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ
নির্বাচন করা হয়
জবাবে জিয়া স্মৃতি সংসদ ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বোলিং তোপের মুখে পরে জিয়া স্মৃতি সংসদ ক্রিকেট দল ১৬৩ রানে রানে গুটিয়ে যায়।
ফলে চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ১৯ রানের ব্যবধানে জয় লাভ করে।