
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আসিফ ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এতে এস এম আকিল আফতাহি রাইয়্যান কে সভাপতি ও এস এম হোজাইফ আলম পাওয়েলকে সাধারণ সম্পাদক, সহ- সভাপতি মোঃ শাহাদাত হোছাইন, আতিকুল ইসলাম জিহাদ, মোঃ আব্দুল আল নোমান, শাহওয়ার হোসেন আলভী যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাশেদ, হেমায়েতুল ইসলাম হিমেল,ফাহিম হাসান রাহাত, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন সুজন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাতকে কমিটি অনুমোদন দেন এবং তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির সাধারণ সম্পাদক এস এম হোজাইফ আলম পাওয়েল বলেন, ছাত্রলীগ হচ্ছে একটি আদর্শের নাম। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিরকৃতজ্ঞ প্রকাশ করছি উপজেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আসিফ ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর ভাইকে।
এদিকে, দীর্ঘ দিন পর নতুন নেতৃত্বে কমিটি হওয়ায় তৃণর্মুল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।