
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের চকরিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমখানা শিক্ষার্থীদের মাঝে টুপি উপহার দিলেন আহমেদ রেজা।
শনিবার (৯ এপ্রিল) পৌরসভা ৮নং ওয়ার্ড মাষ্টার পাড়া দারুস সালাম এতিমখানা ও হাফেজ খানা মাদ্রাসায় সীমিত পরিসরে ৬২ জন শিক্ষার্থীদের মাঝে টুপি দেন বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ রেজা। উপহার সামগ্রী হিসেবে এসময় দুই ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি-পায়জামা প্রদান করা হয়েছে।
এসময় আহমেদ রেজা বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস, এ মাসে বেশি বেশি দান-সদকা করার জন্য চেষ্টা করতে হবে। এতিম, বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান খয়রাত করা উত্তম।
এসময় এতিম শিশুদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের মেঝের বিছানা, মশারিসহ পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন। এছাড়া শিক্ষার্থীদের কোরআন হাদীস শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, সামাজিক মূলবোধের বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য অনুরোধে জানান।
এসময় রমজান উপলক্ষে টুপি উপহার পেয়ে এতিম হাফেজদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা মসজিদ কমিটির সভাপতি আহমেদ রেজা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।