বিজয় নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন গাওসুল আজম নামে আরও একজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য মৃত্যুবরণ করেছেন।
রোববার (১২ জুন) দিনগত রাত ৩ টা ১৫ মিনিটে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।
নিহতের প্রতিবেশীরা এ তথ্য নিশ্চিত করে বলেন, গভীর রাতে গাউসুল আজম মৃত্যুবরণ করেছে।
আজই দাফনের জন্য তার মরদেহ গ্রামে আনা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।