নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে
৩’শ ১৫ পিস ইয়াবাসহ মামুনুর রশিদ (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এসআই মোঃ রোকনুজ্জামান এবং এএসআই সৈয়দ নাসির উদ্দিন সাগর এর নের্তৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টিম শিলখালী ইউপিস্থ ৮নং ওয়ার্ড হাজির ঘোনা সাকিনের সালাউদ্দিন ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত মামুনুর রশিদ চকরিয়া উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নে উত্তর লক্ষ্যারচর মন্ডল পাড়া আবু বক্করের ছেলে।
এবিষয়ে বিষয়ে সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩’শ ১৫ পিস ইয়াবা বিক্রি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। অভিনব নানা পন্থায় আটককৃত মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলো। ইয়াবা উদ্ধারের ঘটনার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।